নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর :: মঙ্গলবার ৯,সেপ্টেম্বর :: নদিয়ার কৃষ্ণনগরে ছাত্রী ঈশিতা খুনে মূল অভিযুক্ত দেশরাজ সিং কে ঘটনার পুনঃ নির্মাণ করার জন্য নিয়ে আসা হল ঈশিতার বাড়িতে। কড়া পুলিশ প্রহরায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এদিন গোটা ঘটনার পুনরনির্মাণ করা হয়। দেশরাজ কে নিয়ে আসার খবর চাউর হতেই ছাত্রীর বাড়ির সামনে ভিড় জমায় অসংখ্য মানুষজন। গোটা ঘটনার পুনঃনির্মাণ করানোর পর ফের কড়া পুলিশ প্রহরায় দেশরাজকে নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর কোতোয়ালি থানার উদ্দেশ্যে।।
দেশরাজ কে নিয়ে আসার খবর চাউর হতেই ছাত্রীর বাড়ির সামনে ভিড় জমায় অসংখ্য মানুষজন। গোটা ঘটনার পুনঃনির্মাণ করানোর পর ফের কড়া পুলিশ প্রহরায় দেশরাজকে নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর কোতোয়ালি থানার উদ্দেশ্যে।।

