উচ্চমাধ্যমিকে কাকদ্বীপ সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির থেকে প্রথম ১০ মেধা তালিকায় স্থান করে নিয়েছে ১১ জন্য ছাত্র-ছাত্রী।

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: দক্ষিণ ২৪ পরগনা :: প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিকের ফলাফল। পরীক্ষা শেষে ৪৪ দিনের মাথায় প্রকাশিত হলো ফল। শুক্রবার বেলা ১১ টার সময় সাংবাদিক সম্মেলন করে ফল ঘোষণা করেন সংসদ সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য। অন্যান্য বছরের মতো এ বছরও দক্ষিণ ২৪ পরগনার জেলার ছাত্রছাত্রীরা উচ্চমাধ্যমিকের বাজিমাত করেছে।রাজ্যে মেধা তালিকায় স্থান করে নিয়েছে দক্ষিণ ২৪ পরগনার ২৬ জন ছাত্র-ছাত্রী। কাকদ্বীপ সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির থেকে প্রথম ১০ মেধা তালিকায় স্থান করে নিয়েছে ১১ জন্য ছাত্র-ছাত্রী। তাছাড়াও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন স্কুল থেকে ছাত্র ছাত্রীরা রাজ্যের মেধা তালিকায় স্থান করে নিয়েছে

দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ আদর্শ বিদ্যামন্দির থেকে যুগ্ম ভাবে রাজ্যের ৪৯৪ নম্বর পেয়ে পঞ্চম স্থান অধিকার করেছে দুই ছাত্রী। সানা দাস ও সায়ন্তিকা ভূঁইয়া। রাজ্যে মেধা তালিকায় ষষ্ঠ স্থানে কাকদ্বীপ সুন্দরবন আদর্শ বিদ্যামন্দিরের দুই ছাত্রী ৪৯৩ পেয়েছে অঙ্কজা পাল ও পৃথা কুইতি। সুমনা সাউ , সৃজিতা সিং, শ্রেয়া দাস প্রাপ্ত নম্বর ৪৯২ রাজ্যে সপ্তম স্থান অধিকার করেছে। সুমনা কাকদ্বীপ সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির কলা বিভাগের ছাত্রী।

রাজ্যে নবম স্থানে ও কাকদ্বীপ সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির এর ছাত্রী সোনাদীপা প্রধান। দশম স্থান অধিকার করেছে দেবলীনা সাহা, রোদ্দুর মন্ডল, রাজর্ষি দাস অধিকারী প্রাপ্ত নম্বর ৪৮৯। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনার থেকে ষষ্ঠ স্থান অধিকার করেছে নামখানা অক্ষয়নগর কুমার হাই স্কুলের ছাত্র শুভজিৎ মাল (৪৯৩)।অষ্টম স্থান অধিকার করেছে সৌমেন পাত্র কাকদ্বীপ বামানগর হাই স্কুলের ছাত্র প্রাপ্ত নম্বর ৪৯১। ফল প্রকাশের পর খুশির পরিবারে । ছাত্র-ছাত্রীরা নিজেদের স্বপ্ন পূরণের লক্ষ্যে আরো একধাপ এগিয়ে গেল তারা মনে করছে। ভবিষ্যতে কেউ ডাক্তার কেউ বা গবেষক ও শিক্ষক হতে চায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 3 =