উচ্চমাধ্যমিকে পশ্চিম বর্ধমান জেলার চতুর্থ এবং জামুড়িয়ার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে সাথী মন্ডল।

সুব্রত বাউরী :: সংবাদ প্রবাহ :: জামুড়িয়া :: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জামুড়িয়া বিধানসভার ভুড়িগ্রামের ছাত্রী সাথী মন্ডল ৫০০ এর মধ্যে ৪৮৫ নম্বার পেয়ে জেলার চতুর্থ ও সারা জামুড়িয়া বিধানসভার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। সোমবার জামুড়িয়া ব্লক ১ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সাথীকে পুষ্পস্তবক মিষ্টি দিয়ে সম্মানিত করা হয়। এদিন পিন্টু দত্ত জয়দীপ রুইদাস,আকাশ বাউরী,গোর্বধন রুইদাস সহ ছাত্র নেতৃত্বরা উপস্থিত ছিলেন। ছাত্রনেতা পিন্টু কুমার দত্ত এদিন বলেন ভুড়ির মত একটা ছোট্ট গ্রামে থেকেও সাথী নিজের অদম্য ইচ্ছা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের পরিবার সহ পুরো জামুড়িয়া বিধানসভার সম্মান বাড়িয়েছে।

তবে এবারই প্রথম নয়, সাথী বরাবরই ভালো ছাত্রী, দু’বছর আগে মাধ্যমিক পরীক্ষায়ও সাথী বিধানসভায় প্রথম স্থান অধিকার করেছিল, উচ্চমাধ্যমিক নিজের স্থান ধরে রাখতে পারার জন্য জামুড়িয়াবাসী হিসেবে, এবং একজন ছাত্র প্রতিনিধি হিসেবে আমি খুবই খুশি। ভবিষ্যতে সাথীর উচ্চশিক্ষার জন্য আমাদের কাছ থেকে সব রকম সহায়তা পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =