উচ্চমাধ্যমিকে ৯৮ শতাংশ নম্বর পেয়ে রাজ্যে নবম স্থানাধিকারী টালিগঞ্জের স্বামী প্রণবানন্দ বিদ্যাপীঠের অভিনন্দন মুখার্জী।

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: দ:২৪ পরগনা :: উচ্চমাধ্যমিকে ৯৮ শতাংশ নম্বর পেয়ে রাজ্যে নবম স্থানাধিকারী হয়ে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত টালিগঞ্জের স্বামী প্রণবানন্দ বিদ্যাপীঠের অভিনন্দন মুখার্জী।

সচরাচর দেখা যায় যে বিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রীরা মেধা তালিকায় ১ম থেকে ১০ম স্থান দখল করে।

সেখানে ব্যতিক্রমী ভাবে কলা বিভাগে পড়াশোনা করা অভিনন্দন মোট ৪৯০ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছে সকলকে। অভিনন্দনের স্কুল প্রণবানন্দ বিদ্যাপীঠ সূত্রে জানা গিয়েছে, হিউম্যানিটিজ্ বিভাগে তাঁর বিষয় ছিল ভূগোল, অঙ্ক, অর্থনীতি, নিউট্রিশন। তাছাড়া আবশ্যিক ইংরেজি ও বাংলা তো ছিলই।

৯৮ শতাংশ নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ঘোষণা অনুযায়ী গোটা রাজ্যের মধ্যে নবম হয়েছে সে। অভিনন্দনের এই সাফল্যে খুশি তার মা বাবা। খুশি তার স্কুল। খুশি ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী মহারাজরা।

অভিনন্দন জানিয়েছে মাধ্যমিকে ভালো রেজাল্ট হয়েছিল তার। তখন অনেকেই তাকে বিজ্ঞান নিয়ে পড়ার কথা বলে। কিন্তু তার নিজের কথায়, ‘হিউম্যানিটিজ নিয়ে পড়েও যে স্ট্যান্ড করা যায় তা আমি দেখিয়ে দিতে পেরেছি।’ অভিনন্দন আরো জানিয়েছে, দিনে আট ঘন্টা পরে পড়াশোনা করতাম। পাঠ্যপুস্তক খুঁটিয়ে পড়তাম।

করোনার সময় স্কুল থেকে অনলাইনে ক্লাসের ব্যবস্থা করা হয়। সেগুলি নিয়মিত ফলো করতাম।’ এর পাশাপাশি পাথফাইন্ডার ইনস্টিটিউটের মকটেস্ট তাকে দারুন সাহায্য করেছে বলে জানিয়েছে অভিনন্দন।

দৃশ্যত খুশি অভিনন্দন জানায়, সে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়তে চায় এবং পরবর্তীকালে শেফ হিসেবে কাজ করতে চায়। সে তার এই সাফল্য উৎসর্গ করেছে তার মা বাবা এবং স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − eight =