নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: রবিবার ১১,মে :: সালানপুর এবং চিত্তরঞ্জন ব্লকে ২০২৫-এর উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম অর্পিতা চক্রবর্তী,দ্বিতীয় সুজয় কুম্ভকার,তৃতীয় স্থান অধিকারী অজয় কুমার মিত্রা ও সুস্মিতা কুম্ভকারের বাড়ি গিয়ে ফুলের তোড়া,কলম ও মিষ্টির প্যাকেট দিয়ে সংবর্ধনা জানালেন বারাবনির বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়।
তিনি পড়াশোনার ক্ষেত্রে সর্বদাই তাদের পাশে আসছেন বা আগামী দিনেও থাকবেন তার আশ্বাস দেন।তিনি বলেন এরাই দেশের ভবিষ্যৎ,তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মত তাদের মনবল বৃদ্ধি করতে সংবর্ধনা দেওয়া হলো।
আগামী দিনে ব্লকের সমস্ত স্কুলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পরীক্ষায় শীর্ষ স্থান অধিকারীদের সংবর্ধনা দেওয়া হবে।তা ছাড়াও এদিন তিনি রূপনারায়ানপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রূপনগরে একটি হাই মাস্ট লাইট ও একটি সাব-মার্সিবল পাম্পের উদ্বোধন করেন।
হিন্দুস্তান কেবেলস ড্যাম্পের সামনে একটি স্বাস্থ্য শিবিরেও উপস্থিত হন। এইদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মোঃ আরমান,সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র,সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং সহ আরো অনেকে।