উচ্চমাধ্যমিক রেজাল্ট যখন বের হয় তখন মেধা তালিকায় তার নাম ছিল না। প্রাপ্ত নাম্বার ছিল ৪৮৭ রিভিউ করে হয়েছে ৪৮৯ নাম্বার পেয়ে মেধা তালিকায় নবম স্থান হয়েছে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আলিপুরদুয়ার :: শুক্রবার ১৬,মে :: শালকুমার হাট হাই স্কুলে ছাত্রী মৌমা বিশ্বাস পিতা ধ্রুবজ্যোতি বিশ্বাস গ্রাম+পোস্ট শালকুমার হাট ১০দিন আগে উচ্চমাধ্যমিক রেজাল্ট যখন বের হয় তখন মেধা তালিকায় তার নাম ছিল না।

প্রাপ্ত নাম্বার ছিল ৪৮৭ রিভিউ করে হয়েছে ৪৮৯ নাম্বার পেয়ে মেধাতালিকায় নবম স্থান হয়েছে। শালকুমার হাট হাই স্কুলে নাম উজ্জ্বল করছে মাস্টারমশায় গর্বিত।

তাই ছাত্রীটিকে পুনরায় সম্বর্ধনা দিতে গাড়িতে করে ব্যান্ড পার্টি সহ রেলি করলেন। উপস্থিত ছিলেন আলিপুর দুয়ার বিধায় সুমন কাঞ্জিলাল ও তুষার কান্তি রায় (আলিপুরদুয়ার ১নং ব্লক সভাপতি )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + eighteen =