নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: বৃহস্পতিবার ৮,মে :: মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও মেধা তালিকায় জায়গা করে নিল যমজ দুই ভাই।
বাঁকুড়ার বাসিন্দা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্র অনীশ ও অনীক বারুই ২০২৩ সালের মাধ্যমিকে চতুর্থ ও ষষ্ঠ স্থানে পেয়েছিল। উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় দুজনেই নবম স্থানে রয়েছে। দুজনেরই প্রাপ্ত নম্বর ৪৮৯।
এছাড়াও উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় থেকে রয়েছে অদ্রিচ গুপ্ত এবং রফিত রানা লস্কর। দুজনেই ৪৯০ পেয়ে অষ্টম স্থানে রয়েছে। অদ্রিচ ও রফিতও নরেন্দ্রপুর থেকে মাধ্যমিকের মেধা তালিকায় ছিল।