উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দাসপাড়া উচ্চ বিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করে তাক লাগিয়ে দিল দাসপাড়া এলাকার এক গরীব পরিবারের মেয়ে সুরভী মজুমদার।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চোপড়া :: রবিবার ১০,মে :: ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দাসপাড়া উচ্চ বিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করে তাক লাগিয়ে দিল দাসপাড়া এলাকার এক গরীব পরিবারের মেয়ে সুরভী মজুমদার।

তার প্রাপ্ত নং ৫০০ এর মধ্যে ৪৭৮ । ৯৫.৬ শতাংশ নাম্বার পেয়ে চোপড়ার গর্ব অর্জন করলেন সুরভী । এই অসাধারণ সাফল্যে উচ্ছ্বসিত স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে পরিবারের সদস্যরা ।

সুরভীর এই অসাধারণ কৃত্বেতের জন্য তার বাবা মায়ের অবদানের পাশাপাশি স্কুল শিক্ষক-শিক্ষিকাদের যথেষ্ট অবদান রয়েছে বলে জানিয়েছেন সুরভী । তিনি আগামীতে ওকালতি পড়ার ইচ্ছা প্রকাশ করেছেন ।

সুরভীর পিতা ও মাতা যথেষ্ট খুশি মেয়ের এই সাফল্যে । তারা স্কুল কর্তৃপক্ষকে যথেষ্ট ধন্যবাদ জানিয়েছেন । সুরভীর উচ্চ শিক্ষার জন্য পাশে থাকার আশ্বাস দেন দাসপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 9 =