নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মুর্শিদাবাদ :: মঙ্গলবার ৪,মার্চ :: কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের খিদিরপুর কলোনী নেতাজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শুরু হলো উচ্চমাধ্যমিক পরীক্ষা।
চারটি স্কুলের পরীক্ষার্থীরা খিদিরপুর কলোনি নেতাজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা দিচ্ছে। নিশ্চিন্তপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, লালনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, গোবরগাড়া হাই মাদ্রাস ও মহিষমারা ঘোড়ামারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। চারটি স্কুলের মোট পরীক্ষার্থী ২২২।
প্রত্যেক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয়। এবছর মুর্শিদাবাদ জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪২ হাজার ১৮৭ জন। যার মধ্যে ছাত্র রয়েছে ১৭ হাজার ৫৮২ জন এবং ছাত্রী রয়েছে ২৪ হাজার ৬০৫ জন।
ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি এই জেলায়। মুর্শিদাবাদ জেলায় মোট ১১৮ টি কেন্দ্রে উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হচ্ছে। যার মধ্যে ৪০ টি স্পর্শকাতর কেন্দ্র। গত বছরের তুলনায় এবছর মুর্শিদাবাদ জেলায় উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ২২ হাজার কম বলে পর্ষদ সূত্রে খবর। তবে ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা এবার প্রায় ৭ হাজার বেশি।