নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: অবশেষে ৬দিন পরে পরিবহন মন্ত্রীর আশ্বাসে সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের অস্থায়ী কর্মীদের কর্মবিরতি উঠে গেল। হাওড়ার ডিপো থেকে বিভিন্ন দূরপাল্লার রুটের বাস এদিন থেকে আবার পথে নামল। মঙ্গলবার বিকেল থেকে কর্মবিরতি উঠে গেলেও বুধবার সকাল থেকেই পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
উল্লেখ্য, সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের হাওড়ার ডিপোর অস্থায়ী কর্মচারীরা প্রায় ১০ দফা দাবিদাওয়া নিয়ে গত ২১ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছিলেন। তাঁদের দাবি ছিল, ২০১৩ থেকে ২০২২ সালের সমূহ অস্থায়ী সকল প্রকার কর্মচারীদের স্থায়ীকরণ করতে হবে। সমকাজে সমবেতন প্রদান করতে হবে।
প্রত্যেক অস্থায়ী কর্মচারীদের ২৬ দিনের হাজিরা দিতে হবে। সবেতন ছুটি মঞ্জুর করতে হবে। অস্থায়ী ছাঁটাই কর্মচারীদের পুনর্নিয়োগ করতে হবে। এই দাবিতে গত বুধবার সকাল থেকে ডব্লুউবিএসটিসি’র হাওড়া ডিপোতে অবস্থান বিক্ষোভ ও কর্মবিরতি শুরু করেছিলেন সেখানকার সকল অস্থায়ী কর্মীরা।