কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: ধর্মীয় জালসা দেখতে বাবার বাড়িতে এসেছিলেন মেয়ে। ভোর রাতে শৌচালয় যাওয়ার প্রয়োজন পড়ে তাঁর। গ্রামের বাড়িতে শোওয়ার ঘর থেকে বেরিয়ে, উঠোন পেরিয়ে শৌচালয় যেতে হয়।
কিন্তু উঠোনে পা দিতেই মেয়েকে ঘিরে ধরে ছিনতাইবাজরা। কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাঁর শরীরে থাকা সমস্ত সোনার অলঙ্কার নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
পরে বাড়ির লোকজন উঠোন থেকে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা সঙ্গে সঙ্গে তাঁকে মালদা মেডিকেলে রেফার করে দেন। আজ ভোরে ঘটনাটি ঘটেছে চাঁচল থানার বৈরগাছি গ্রামে।
আক্রান্ত বধূর নাম লুৎফা খাতুন (২২)। এই ঘটনায় চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁর বাবা লতিফুর রহমান। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে দুষ্কৃতীরা কতটা সোনা নিয়ে পালিয়েছে, তা এখনও জানা যায়নি।