নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সুতি :: বৃহস্পতিবার ৬,ফেব্রুয়ারি :: উড়িষ্যায় রাজমিস্ত্রির কাজে গিয়ে মৃত্যু হল পরিযায়ী শ্রমিকের। বহুতল ভবনে কাজ করার সময় নীচে পড়ে মৃত্যু হয় তার। মৃত ওই যুবকের নাম রবিউল শেখ। তার বাড়ি সুতি থানার ডিহিগ্রাম এলাকার বাসিন্দা।
বাড়িতে বৃদ্ধ বাবা মাকে রেখে বেশ কয়েকদিন আগেই উড়িষ্যায় রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন তিনি। সেখানে একটি নির্মাণে কাজ করছিলেন রবিউল। তখনই কাজ চলাকালীন তিনতলা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত অবস্থায় স্থানীয় সুন্দরগড় হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়।
সুন্দরগড় হাসপাতাল থেকে তাকে রেফার করে দেওয়া হয় উড়িষ্যার ভুলনা হাসপাতালে। ভুলনা হাসপাতলে তিনদিন চিকিৎসার পর হাসপাতাল কর্তৃপক্ষ রেফার করে দেয় রবিউলকে। উড়িষ্যা থেকে রবিউলকে আনা হয় কলকাতায়। কলকাতার এক নার্সিংহোমে ভর্তি করা হলে মৃত্যু হয় রবিউলের।
পরিবারের অভিযোগ, মৃত্যুর খবর পেয়ে নার্সিংহোমে পৌঁছালে পরে নার্সিংহোম কর্তৃপক্ষ পুলিশি ঝঞ্ঝাট দেখিয়ে পরিবারের হাতে রবিউলের মৃতদেহ ছাড়তে গরিমসি করে। অবশেষে সাহায্যের দাবি নিয়ে পরিবারের লোক দ্বারস্থ হয় সুতি থানার আধিকারিকদের কাছে।ঘটনার পুঙ্খানুপুঙ্খ শুনে সাহায্যের আশ্বাস দেওয়া হয় সুতি থানার তরফ থেকে রবিউলের পরিবারকে।