উড়িষ্যার নিখোঁজ গৃহবধুকে বাড়ি ফেরালেন হাড়োয়ার থানা আধিকারিক

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাড়োয়া :: শনিবার ২৬,অক্টোবর :: উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার ঘটনা। পরিবার সূত্রে জানা গেছে উড়িষ্যা রাজ্যের ৪৬ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন গৃহবধূ ২৬/০৯/২০২৪ তারিখে নিখোঁজ হয় উড়িষ্যার নোয়াপাড়া জেলার সেলিবাহাতা গ্রামের বাসিন্দা থানাওয়ারিন সাউ।

তারপর পরিবারের সদস্যরা তথা ওই গৃহবধূর স্বামী দেসরাম সাউ স্থানীয় থানায় অভিযোগ জানিয়েছিলেন। তদন্তে নেমেছিলেন উড়িষ্যার পুলিশ প্রশাসন কিন্তু ওই মহিলার খোঁজ তারা কোন ভাবেই পাচ্ছিলেন না। অন্যদিকে ১৩/১০/২০২৪ তারিখে হাড়োয়া থানা সংলগ্ন এলাকায় ওই মহিলা অজ্ঞাতভাবে ঘোরাফেরা করছিলেন।

হাড়োয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রতাপ মোদকের নজরে আসে বিষয়টি তারপর তাকে জিজ্ঞাসাবাদ করতেই জানতে পারেন তিনি মানসিক ভারসাম্যহীন মহিলা। এরপর তাকে তড়িঘড়ি উদ্ধার করে হোমে পাঠানোর ব্যবস্থা করেন হাড়োয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রতাপ মোদক।

এদিকে উদ্ধার হওয়ার পরপর হাড়োয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রতাপ মোদক এবং তদন্তকারী অফিসার সুজন পাল ঘটনাটি যৌথভাবে তদন্ত করেন এবং মহিলা নিখোঁজ হওয়ার ১৬ দিনের মাথায় তার পরিবারের সদস্যদের খুঁজে বের করেন হাড়োয়া থানার পুলিশ ।

দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষ করে আজই বসিরহাট মহাকুমা আদালত থেকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে হাড়োয়া থানার পক্ষ থেকে পুলিশের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে হাড়োয়া থানার পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন মানবাধিকার কর্মী সালাউদ্দিন মোল্লা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − three =