নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মুর্শিদাবাদ :: শুক্রবার ২৬,ডিসেম্বর :: উড়িষ্যায় কাজ করতে গিয়ে খুন হওয়া মুর্শিদাবাদ জেলার সুতি থানার চক বাহাদুরপুর এলাকার যুবক জুয়েল রানার নিথর মৃতদেহ আজ বাড়িতে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়।
মৃতদেহ গ্রামে ঢুকতেই কান্নায় ভেঙে পড়েন বাবা-মা, আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা।এক হৃদয়বিদারক দৃশ্যের সাক্ষী থাকে গোটা গ্রাম। মৃত জুয়েল রানার বয়স মাত্র ২০ বছর।
পরিবার সূত্রে জানা গেছে, রাজমিস্ত্রির কাজের জন্য মাত্র পাঁচ দিন আগে তিনি বাড়ি ছেড়ে উড়িষ্যার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। কিন্তু কাজের জায়গায় গিয়ে গত বুধবার রাতে তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।
বৃহস্পতিবার মৃতদেহ নিয়ে উড়িষ্যা থেকে রওনা দেয় প্রশাসন, এবং আজ তা পৌঁছায় তাঁর বাড়িতে। জুয়েল ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। তাঁর আয়ে নির্ভর করেই চলত গোটা সংসার।
হঠাৎ এই মর্মান্তিক ঘটনায় পরিবার কার্যত দিশেহারা। মৃতদেহ আসার খবর ছড়িয়ে পড়তেই শতাধিক মানুষ জুয়েলের বাড়িতে ভিড় জমায়। শোকের পাশাপাশি ক্ষোভও প্রকাশ করেন স্থানীয়রা।

