সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: জয়নগর :: শনিবার ৫,অক্টোবর :: জয়নগর: জয়নগরের চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় শনিবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ ২৪ পরগনা জয়নগর থানা এলাকা। পুলিশ ফাঁড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগ এর ঘটনা ঘটেছে। কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে জয়নগর এলাকা।
ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে হাসপাতালের সামনে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল এবং বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। ৯ বছরের বালিকাকে খুনের ঘটনায় ক্ষোভে ফুঁসছে জয়নগর। এলাকায় গিয়ে গ্রামবাসীদের তাড়া খেলেন কুলতলির তৃণমূল বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল। ভাইরাল ভিডিও।
অভিযোগ, গতকাল এলাকায় এসে তৃণমূল বিধায়ক গ্রামবাসীদের মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন। তিনি ফিরে যেতেই পুলিশ তাঁদের মারধর করে বলে গ্রামবাসীদের অভিযোগ। এদিন ফের জয়নগরে যান কুলতলির বিধায়ক। ভাইরাল ভিডিয়োয় দেখা যায়, বিধায়ক যেতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। রীতিমতো তাড়া করেন বিধায়ক গণেশচন্দ্র মণ্ডলকে।
নিহত নির্যাতিতা বালিকার দেহ সংরক্ষণের দাবিতে হাসপাতালে ধর্নায় বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। পুলিশের বিরুদ্ধে উঠছে স্লোগান। হাসপাতালে পৌঁছলেন সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়ও। পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালের সামনে আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়িকা তথা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল ধর্নায় বসেন।
অন্যদিকে নির্যাতিকার পরিবারের সঙ্গে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে দেখা করতে যান জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা মন্ডল। সাংসদ ওই এলাকায় পৌঁছালে সাংসদ কে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকার মানুষজনেরা। এমনকি প্রতিমা মন্ডলকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান দিতে শুনে যায় এলাকাবাসীদের।
পুলিশ কেন নিষ্ক্রিয়? আপনাকে জবাব দিতে হবে দিদি! তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডলের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। দৃশ্যত বচসায় জড়ালেন সাংসদ ও বিধায়ক। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে কার্যত আঙুল উঁচিয়ে প্রশ্ন তুলতে থাকলেন অগ্নিমিত্রা।
আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ককে হাত জোড় করে কিছু বোঝানোর চেষ্টা করলেন প্রতিমা। কিন্তু লাভ হল কি না, বোঝা গেল না। অগ্নিমিত্রা বলতেই থাকলেন,আপনি এখানকার সাংসদ। আপনি অভিভাবক। আপনাকে জবাব দিতে হবে। সাংসদকে ঘিরে গো ব্যাক স্লোগানও উঠল ভিড়ের মধ্যে থেকে।