উত্তপ্ত ময়না! বিজেপি বুধ সভাপতি’কে তুলে নিয়ে গিয়ে খুন করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে!

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ময়না :: ২রা,মে :: পঞ্চায়েত নির্বাচনের আগে কার্যত অগ্নিগর্ভ পূর্ব মেদিনীপুরের ময়না। তাহলে কি ২০০৭ সালের নন্দীগ্রামের ঘটনার আবারও ময়নায় পুনরাবৃত্তি হতে চলেছে ? সোমবার ভর সন্ধ্যায় এক বিজেপি বুথ সভাপতিকে তুলে নিয়ে গিয়ে খুন করার অভিযোগ উঠলো তৃণমূল আশ্রিত হার্মাদদের বিরুদ্ধে।

আরও এক বিজেপি কর্মী নিখোঁজ হলেও, গভীর রাতে বিজেপি কর্মীকে উদ্ধার করে ময়না থানার পুলিশ। সোমবার গভীর রাতে ময়না থানাতে কলকাতা থেকে পৌঁছায় এলাকার স্থানীয় বিধায়ক তথা প্রাক্তন ক্রিকেটার অশোক দিণ্ডা। বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে ময়না থানার সামনে দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকে।

সোমবারে পরও মঙ্গলবারও বিজেপি কর্মী সমর্থকরা অভিযুক্তের  গ্রেফতারের দাবিতে সোচ্চার হন। শুধু থানা নয় পূর্ব জেলার বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মী সমর্থকরা। মঙ্গলবার সকাল থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা কার্যত উত্তপ্ত।

বিজেপি কর্মী খুনের ঘটনায় স্থানীয় তৃণমূলের নেতা ও হার্মাদ বাহিনীদের উপর অভিযোগ তুলেছেন। এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তাদের দাবি এটা সম্পূর্ণ পারিবারিক ঘটনা, রাজনৈতিক রঙ লাগানো হচ্ছে।

ঘটনার সূত্রপাত, পূর্ব মেদিনীপুর জেলার ময়না বিধানসভার বকচা গ্রাম পঞ্চায়েতে গোড়ামাল গ্রামের বিজেপির বুধ সভাপতি হলেন বিজয় কৃষ্ণ ভুঁইয়া। সোমবার বিকেল ৫ টা সময় পরিবারের সদস্যদের সঙ্গে কাজ করার সময় জোর পূর্বক এসে ওই বিজেপি নেতা বিজয় কৃষ্ণ ভূঁইয়াকে বেধড়ক মারধর করে৷

শুধু তাই নয় পরিবারের সদস্যদের বেধড়ক মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিকারীরা। এলাকায় বোমাবাজি করতে করতে পরাজিত তৃণমূল নেতা সংগ্রাম দলুইর নেতৃত্বে স্থানীয় তৃণমূল নেতা মনোরঞ্জন হাজরা নেতৃত্বে ২০/২৫ জন হার্মাদরা গোড়ামাল গ্রামের বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়া’কে তুলে নিয়ে যায়৷ তারপরে ওই বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুইয়ার খোঁজ পাওয়া যায়নি।

সেই সঙ্গে সঙ্গে অন্য এক বিজেপি কর্মী সঞ্জয় তাঁতিরও খোঁজ পাওয়া যায়নি। রাতেই বিজেপি কর্মী খুনের আশঙ্কা করেই ময়না থানাতে দারস্ত হয় এলাকার তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সহ সভাপতি আশীষ মণ্ডল সহ বিজেপি নেতৃত্ব থেকে কর্মী সমর্থকেরা।

থানার সামনে অবস্থান বিক্ষোভ করেন। রাতেই ময়না থানাতে কলকাতা থেকে পৌঁছায় এলাকার বিধায়ক তথা প্রাক্তন ক্রিকেটার অশোক দিণ্ডা। রাতে এই ময়না থানাতে পৌঁছায় গভীর রাতে পুলিশ মারফত জানতে পারে বিজেপি বুধ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়া (৫১) দেহ তমলুক হাসপাতালে রয়েছে।

পাশাপাশি ময়না থানার পুলিশ আরও এক নিখোঁজ বিজেপি কর্মী সঞ্জয় তাঁতি’কে উদ্ধার করে। রাতেই ময়নাতে পৌঁছায় পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ কে, ডিএসপি সহ পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরা। কোন অপ্রীতিকর ঘটনায় রাতে ময়না বিধানসভায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

যদিও এ বিষয়ে পূর্ব মেদিনীপুরে পুলিশ সুপার অমরনাথ কে ও ময়না থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক এর কোন প্রতিক্রিয়া মেলেনি। একাধিকবার ফোন করা হলেও কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =