সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার ১০,সেপ্টেম্বর :: রাজ্যের প্রশাসনিক দফতর উত্তরকন্যায় মঙ্গলবার রাত থেকে ভোর পর্যন্ত অবস্থান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, উত্তরবঙ্গের নানা উন্নয়ন প্রকল্প, প্রশাসনিক কাজকর্ম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতেই তিনি সারারাত জেগে ছিলেন।
সঙ্গে ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ বেশ কয়েকজন উচ্চপদস্থ আমলা। দফায় দফায় বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষের সমস্যা ও সরকারি প্রকল্পের অগ্রগতি সম্পর্কেও খোঁজখবর নেন তিনি।এছাড়াও রাজ্যের প্রশাসনিক দফতর উত্তরকন্যায় মঙ্গলবার রাত থেকে ভোর পর্যন্ত অবস্থান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা গেছে, উত্তরবঙ্গের নানা উন্নয়ন প্রকল্প, প্রশাসনিক কাজকর্ম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতেই তিনি সারারাত জেগে ছিলেন। সঙ্গে ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ বেশ কয়েকজন উচ্চপদস্থ আমলা। দফায় দফায় বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষের সমস্যা ও সরকারি প্রকল্পের অগ্রগতি সম্পর্কেও খোঁজখবর নেন তিনি।
এছাড়াও নেপালের অস্থির পরিস্থিতি নিয়ে বেজায় চিন্তিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোবাইল এবং ল্যান্ডলাইনে একের পর এক ফোন করে জানতে চাইলেন নেপাল এবং ভারত ও নেপাল সীমান্তবর্তী এলাকার কী পরিস্থিতি।
জানা গেছে, গতকাল রাতেই নেপালের পরিস্থিতি নিয়ে উত্তরবঙ্গ রেঞ্জের পুলিশের উচ্চপদস্থ কর্তা থেকে শিলিগুড়ির পুলিশ কমিশনারেটের কর্তাদের ডেকে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী।
এছাড়া, রাতেই উত্তরবঙ্গের কয়েকটি জেলায় চলমান বন্যা পরিস্থিতি ও ক্ষয়ক্ষতির দিকেও নজর রাখেন মুখ্যমন্ত্রী। এভাবে হঠাৎ সারারাত উত্তরকন্যায় থেকে কাজকর্ম দেখভালের ঘটনাকে বিরল বলেই মনে করছে রাজনৈতিক মহল।