উত্তরকন্যা অভিযান ধুমধুমার ,আন্দোলনকে ছাত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস লাঠিচার্জ জল কামান

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ২৯,মার্চ :: বেকার বিরোধী দিবসে ডিওয়াইএফআইয়ের উত্তর কন্যা অভিযান কে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। এদিন বেকার বিরোধী দিবসে উত্তরকন্যা অভিযানের ডাক দেয় ডিওয়াইএফআই। উত্তরবঙ্গের সাতটি জেলা থেকে ডি আই এফ আই কর্মীরা জমায়েতন হন জলপাই মোড়ে।

জলপাই মোড়ে এই অভিযানকে ঘিরে সকাল থেকেই ছিল প্রস্তুতি। রীতিমতো মঞ্চ নির্মাণ করা হয়। সামনে থেকে নেতৃত্ব দেন মীনাক্ষী মুখার্জি, উপস্থিত ছিলেন আরও নেতাকর্মীরা। প্রশাসনের তরফ থেকে জমায়েতকে নিষিদ্ধ করা হয়। পুলিশি নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। সকাল থেকেই সংলগ্ন এলাকায় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় সংলগ্ন এলাকা।

প্রচুর পুলিশ কর্মী মোতায়ন ছিলেন। যথেষ্ট সতর্ক ছিল পুলিশ প্রশাসন। ছিল জল কামানের ব্যবস্থা। মিছিলটি জলপাই মোড় থেকে শুরু হওয়ার পরে ক্রমশ অগ্রসর হয়ে তিন বাত্তি মোড়ের দিকে অগ্রসর হয়। পুলিশি বেরিকেডে আটকে যায় মিছিলটি। এরপর রাস্তায় বসে স্লোগান তুলে বিক্ষোভ দেখাতে থাকেন তারা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জল কামানের সাহায্য নেয় পুলিশ।আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়ে এমনটাই অভিযোগ। পাল্টা পুলিশ ও লাঠিচার্জ করে, আন্দোলনকে ছত্রভঙ্গ করতে জল কামান ও কাঁদানে গ্যাসের সাহায্য নেয় পুলিশ বেশ কয়েকজন ডি ওয়াই এফ আই কর্মীকে আটক করে নিয়ে যাওয়া হয় নিউ জলপাইগুড়ি থানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =