নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: মঙ্গলবার ২১,নভেম্বর :: উত্তরকাশির নির্মীয়মান সুড়ঙ্গের অংশ ধসে ৯ দিন ধরে আটকে থাকা প্রায় ৪০জন শ্রমিককে উদ্ধার করার জন্য এবার কয়লা মন্ত্রকের নির্দেশে কোল ইন্ডিয়া ডিরেক্টর ইসিএল এর সাথে যোগাযোগ করলেন। আর এক্ষেত্রে ১৯৮৯ সালে রানীগঞ্জের মহাবীর কোলিয়ারিতে কয়েকশো ফুট নিচে খনির অভ্যন্তরে থাকা ৬৫ জন খনি শ্রমিককে ৩ দিন পর যেভাবে উদ্ধার করা হয়েছিল সেই বিষয়টিও বর্তমান উদ্ধারকার্যে অভিজ্ঞতা হিসেবে কাজে লাগানোর জন্য ভাবা হচ্ছে বলে জানা গেছে।।
যে সুড়ঙ্গ নতুন করে তৈরি করে ওই ক্যাপসুল নামানো হয়েছিল তা কিভাবে হয়েছিল এবং কোন ড্রিল মেশিনে তা করা হয়েছিল বা সেই ড্রিল মেশিন কোথা থেকে এসেছিল এই সমস্ত বিষয়গুলি তিনি জানতে চেয়েছিলেন । আমি ওনাকে সমস্ত বিষয়ে জানানো ছাড়াও তদানীন্তন এই বিশেষ ড্রিল মেশিনটি আসানসোলের যে বেসরকারি সংস্থা সরবরাহ করেছিল তাদের সাথেও সোমবার কথা বলার ব্যবস্থা করে দিয়েছি। বাকিটা কোল ইন্ডিয়া বা কয়লা মন্ত্রক করবেন । ইতিমধ্যে কর্মীরা কাশি পৌঁছে গেছে।।