নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: উত্তরপাড়া :: শুক্রবার ১২,সেপ্টেম্বর :: উত্তরপাড়ার শান্তিনগরে চাঞ্চল্যকর ঘটনা।
‘টাইম টু চেঞ্জ’ নেশা মুক্তি কেন্দ্রের কর্ণধার মদন রানাকে ভোরে শিলনোড়া দিয়ে মাথা থেঁতলে খুন করার অভিযোগ উঠেছে দুই আবাসিকের বিরুদ্ধে। তারা অপর এক আবাসিককেও মারধর করে পালায়।রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মদনের মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা পুজোর আগে বাড়ি যেতে চাইছিলেন, কিন্তু মদন রাজি হননি। সেই নিয়ে বচসার জেরে এই খুনের ঘটনা ঘটে।
অভিযুক্তরা দমদম-বেলঘড়িয়ার বাসিন্দা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে উত্তরপাড়া থানার পুলিশ।