নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: উত্তরপাড়া :: বুধবার ১৩,আগস্ট :: উত্তরপাড়া বিধানসভার কোন্নগর জুড়ে রহস্যময় ‘সেটিং’ পোস্টার ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র তরজা। কে বা কারা এই পোস্টার লাগিয়েছে, তা স্পষ্ট না হলেও পোস্টারের বার্তা নিয়ে জল্পনা তুঙ্গে।
ঘটনার সূত্রপাত , যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সৌজন্য বিনিময়ের ছবি প্রকাশ্যে আসে। ছবিতে দুই নেতাকে হাত জোড় করে কথা বলতে দেখা যায়। এরপরই ‘সেটিং’ পোস্টার নিয়ে গুঞ্জন শুরু হয়।
বিজেপি, সিপিএম এবং তৃণমূল— তিন দলই একে অপরের বিরুদ্ধে গোপন সমঝোতার অভিযোগ তুলেছে। সিপিএমের দাবি, তৃণমূল-বিজেপির বোঝাপড়ার ফলেই দুর্নীতি মামলায় ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অপরদিকে, বিজেপির অভিযোগ, তৃণমূলের সঙ্গে সিপিএমের আঁতাত রয়েছে এবং তারা আন্দোলনকে দ্বিমুখী পথে চালিত করছে।
বিতর্কের মাঝে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেসবুক পোস্ট করে জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁর আনুগত্য প্রশ্নাতীত। তিনি ধর্নায় অনুপস্থিত ছিলেন কারণ সেদিন সুপ্রিম কোর্টে দলের গুরুত্বপূর্ণ মামলায় সওয়াল করছিলেন।
এ প্রসঙ্গে হুগলি শ্রীরামপুর তৃণমূল সাংগঠনিক জেলা সভাপতি অরিন্দম গুঁইন অভিযোগ করেন, বিজেপি-সিপিএমেরই আসল ‘সেটিং’। তাঁর দাবি, এই পোস্টারের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে।