উত্তরপ্রদেশে ভারি বর্ষণে দেয়ালধসে নিহত নয় ব্যাক্তি

কুমার পঙ্কজ ::  সংবাদ প্রবাহ :: নয়াদিল্লি ::  উত্তরপ্রদেশের লখনৌতে ভারি বৃষ্টিপাতের পর দেয়ালধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।বৃহস্পতিবার উত্তরপ্রদেশের লখনৌতে ভারি বৃষ্টিপাতের কারণে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দেয়ালধসের পর উদ্ধারকারী দল সেখানে পৌঁছে আর কেউ আটকে বা চাপা পড়ে আছে কিনা তা খতিয়ে দেখছে।

 মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের জন্য চার লাখ এবং আহতদের চিকিৎসার জন্য দুই লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

উত্তরপ্রদেশের যুগ্ম পুলিশ কমিশনার পীযূষ মোর্দিয়া সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, কিছু শ্রমিক দিলকুশা এলাকায় একটি আর্মি ছিটমহলের বাইরে কুঁড়েঘর তৈরি করে বাস করছিলেন। রাতভর প্রবল বৃষ্টির কারণে আর্মি ছিটমহলের সীমানাপ্রাচীর ধসে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, আমরা বৃহস্পতিবার  রাত ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছাই। ধ্বংসস্তূপ থেকে ৯টি লাশ উদ্ধার করা হয়েছে এবং একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 18 =