নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::নয়াদিল্লি :: ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমান মিরাজের চাকা চুরি হয়েছে। এ ঘটনা নিয়ে শোরগোল শুরু গেছে উত্তরপ্রদেশে। পুলিশ হন্যে হয়ে চোর খোঁজা শুরু করেছে । ঘটনাটি ঘটেছে লখনউয়ের বিকেটি এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি ট্রেলারে করে মিরাজ যুদ্ধবিমানের পাঁচটি টায়ার নিয়ে যাওয়া হচ্ছিল রাজস্থানের জোধপুরের বিমানবাহিনীর ঘাঁটিতে। কিন্তু, মাঝপথেই একটি টায়ার চুরি হয়ে যায় বলে অভিযোগ ওঠেছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়।
ট্রেলারের চালক হেম সিংহ রাওয়াতের দাবি, উত্তরপ্রদেশে আশিয়ানা থানা এলাকায় তিনি প্রচণ্ড যানজটের মধ্যে পড়েন। ওই এলাকায় একটি হোটেলের পাশে কালো রঙের একটি স্করপিও গাড়ি দাঁড়ানো ছিল। ওই স্করপিও গাড়ি থেকে দু’জন নেমে ট্রেলার থেকে বিমানের চাকা চুরি করে নিয়ে পালায়। বিষয়টি চোখে পড়তেই তিনি চোরদের ধরার চেষ্টা করেন, কিন্তু যানজটের সুযোগ নিয়ে চোরেরা পালায়।
হেম সিংহ আরো বলেন, এ ঘটনার পরই পুলিশ কন্ট্রোল রুমে বিষয়টি জানান। একটি মামলাও করেন তিনি। ভারতীয় বিমানবাহিনীর একটি তদন্তকারী দল বিকেটি বিমান ঘাঁটি থেকে চুরির ঘটনাস্থল পর্যন্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছে। চালককেও জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। কেন যুদ্ধবিমানের চাকা চুরি করা হলো তা নিয়ে বিভিন্ন শঙ্কা রয়েছে। এ ঘটনায় গভীর কোনো ষড়যন্ত্র আছে কি না তা খতিয়ে দেখছেন ভারতীয় বিমানবাহিনীর তদন্তকারীরা।