নিজস্ব সংবাদদাতা :: উত্তরবঙ্গ :: সংবাদ প্রবাহ :: উত্তর বঙ্গের প্রাচীন জনজাতির মধ্যে ধীমাল জনজাতি অন্যতম। নকশালবাড়ি লাগোয়া ভারত-নেপাল সীমান্ত এলাকায় অবস্থিত ধিমাল গ্রাম। পাহাড়ের পাদদেশে অবস্থিত এই গ্রাম, মনমুগ্ধকর পরিবেশ মনে শান্তির বাতাবরণ তৈরি করে। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকেই তুষারশুভ্র কাঞ্চনজঙ্ঘা দেখার সৌভাগ্য পাওয়া যায়। ধীমাল জাতির একটা নিজস্বতা রয়েছে। এরা নিজেরাই অপরূপ সুন্দর বাদ্যযন্ত্র তৈরি করতে পারে। এদের প্রধান জীবিকা মাছ ও পশু শিকার। মাছ ও পশু শিকারের জন্য বৈচিত্র্যপূর্ণ হাতিয়ার তৈরি করে এরা। এদের তৈরি হাতিয়ার বিশেষভাবে আকর্ষণীয়, সেকারণে সুদূর রাশিয়ার থেকে গবেষকরা হাতিয়ার গুলি সরেজমিনে দেখতে এসেছিলেন। এদের হাতের তৈরি অয়েল পেইন্টিং অনবদ্য।তবে আর্থিক দিক থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে এই জন্য জাতি। তবে ধিমালদের ভালো দিন আসতে চলেছে, রাজ্য সরকার থেকে জানানো হয়েছে এই গ্রামে একটি মিউজিয়াম করবার জন্য আর্থিক সাহায্য করা হবে। এই মিউজিয়ামে রাখা হবে ধীমাল দিয়ে তৈরি ওয়াল পেইন্টিং, বাদ্যযন্ত্র, হাতিয়ার, সহ আরো অন্যান্য জিনিস। স্বভাবতই এই মিউজিয়াম এর কাজ সম্পন্ন হলে, এই আনকোড়া গ্রামে পর্যটকদের যাতায়াত বেড়ে যাবে। উত্তরবঙ্গের পর্যটন মানচিত্রে জায়গা করে নেবে ধীমাল গ্রাম। এই নিশ্চয়তায় হাসি ফুটেছে ধীমাল গ্রামের বাসিন্দাদের।

