উত্তরবঙ্গের মেয়ে পোস্ট ডক্টরাল গবেষণায় সুযোগ পেলেন জাপানে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ইসলামপুর :: শুক্রবার ১৪,ফেব্রুয়ারি :: উত্তরবঙ্গের মেয়ে গবেষণায় সুযোগ পেলেন জাপানে। সেখানে ওকিনাওয়া ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পোস্ট ডক্টরাল রিসার্চার হিসেবে যোগ দিচ্ছেন রীতা মজুমদার। থাকবেন প্রশান্ত মহাসাগরের তীরের ওই দ্বীপ ভূমিতে।

উত্তরবঙ্গের এক অজপাড়া গাঁ উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের অদূরে মাটিকুন্ডা গ্রামে বেড়ে ওঠা। বাবা হীরালাল মজুমদার। সেই গ্রামের মেয়ে এবার জাপানে যাবেন সেটা এক প্রকার বিশ্বাস ছিল এলাকাবাসীরও।

তাই জাপানে যাওয়ার আগে ওই মেধাবী ছাত্রী জানিয়ে গেলেন, ইচ্ছাশক্তি থাকলে সবকিছুই সম্ভব। আমি চাইব, বিশেষ করে ছেলে মেয়ে সবাই যাতে লক্ষ্য ঠিক রেখে এগিয়ে আসেন।

আমার গবেষণার বিষয় কাজে আসবে পদার্থবিদ্যার পড়ুয়াদের। তাপগতি বিদ্যাতেও অনেক কাজের সুযোগ হবে। জাপান সহ বর্হিবিশ্বের জন্য মঙ্গল হবে এই গবেষণায়। এজন্য শুরু থেকেই লক্ষ্য পূরণের জন্য চেষ্টা করতে হবে। চেষ্টা থাকলে অবশ্যই ডাক পাওয়া যায়।

জাপানের ওকিনাওয়া ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এই মাসের মাঝামাঝি সময়ে যোগ দেবেন রীতা। ইতিমধ্যে জাপানের ভিসা এবং প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় ছাড়পত্র চলে এসেছে। রীতার বইপত্র থেকে ব্যাবহারের জিনিসপত্র সমস্ত কিছু জাপানের থেকেই নিয়ে যাওয়ার জন্য এসেছে।

বরাবরই মেধাবী রীতা। ছোটবেলায় ইসলামপুর গার্লস হাই স্কুল থেকে পড়াশোনা। উচ্চশিক্ষিত পরিবারের থেকে উঠে আসা। তাই তার উচ্চ শিক্ষায়ও কখনও আর্থিক বাধা হয়ে দাঁড়ায়নি। দাদারা সম্মানজনক জায়গায় প্রতিষ্ঠিত। ভালো গাইড, নিজের প্রতি আত্মবিশ্বাস।

তাই ফিজিক্স নিয়ে বিএসসি ভর্তি হন কলকাতার প্রেসিডেন্সি কলেজে। ২০১৬ সালে ফিজিক্সে স্নাতক হন। এরপর ২০১৮ সালে আইটিআই ধানবাদ থেকে এমএসসি। ২০২৪ সালে দিল্লি আইআইটি থেকে ফিজিক্স নিয়ে পিএইচডি করেন।

সেখানে তার গবেষণা বিষয় ছিল, স্টোকাস্টিক নন ইকুলিব্রিয়াম সিস্টেম। এসময় ফেলাশিপের জন্য তিনি যান ইতালির ত্রিয়েস্তেয়ায় দি আবদুস সালাম ইন্টারন্যাশনাল সেন্টার ফর টেকনোলজিক্যাল ফিজিক্সে।

তিন বছরের ফেলোশিপ। সেসময় ইউরোপে আরও কিছু দেশে গবেষণার কাজ করেন। এরপর ফেরেন দেশে। তার গবেষণার পর বিভিন্ন জায়গা থেকে আসতে থাকে প্রস্তাব। বড় বড় জায়গার লোভনীয় প্রস্তাব ছেড়ে তিনি ফের গবেষণায় মন দেন।

এবার জাপানে যাচ্ছেন পোস্ট ডক্টরাল রিসার্চার হিসেবে। জানা গেছে, জাপানে তার গবেষণার বিষয়, স্টোকাস্টিক থার্মোডাইনামিকস ইন বায়োলজিক্যাল মাইক্রোস্কোপিক সিস্টেম।

এছাড়া পপুলেশন ডায়নামিক অফ মাইক্রো অর্গানাইজম। পাশাপাশি ডিএনএ পলিমেরিশেসন, ডিএনএ রেপ্লিকেশন। সেখানে বায়োলজিক্যাল কমপ্লেক্সসিটি ইউনিটে ইটালিয়ান প্রফেসর সিমুনে পিগুলোটির অধীনে এই গবেষণা করবেন ড.‌ রীতা। এখন দিল্লিতে রয়েছেন। আজ  ১৪ ফেব্রুয়ারি তিনি উড়ে যাবেন সূর্যোদয়ের দেশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − four =