নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ময়্নাগুড়ি :: উত্তরবঙ্গের ময়নাগুড়ি থেকে উদ্ধার হলো এক আট ফিট লম্বা পাইথন । শুক্রবার ওই বিশালাকৃতি সাপটিকে ময়নাগুড়ি পলিটেকনিকের পিছনের অংশে দেখতে পান স্থানীয়রা । দেখতে পেয়ে খবর দেন ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনকে।
ওই সংগঠনের সদস্যরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান । জানাগেছে ওই সংগঠনটি সাপটিকে বন দফতরের হাতে তুলে দিয়েছে । বন দফতর সূত্রে খবর প্রাথমিক চিকিৎসার পর সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।