সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ৯,মার্চ :: আজ সকালে ফুলবাড়িতে একটি গোপন সূত্র থেকে তথ্য পাওয়ার পরে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা অর্থাৎ স্পেশাল অপারেশন গ্রুপ এসওজি, এনজেপি থানার পুলিশ প্রশাসনের সাথে একটি অভিযান চালিয়ে….

গ্রেফতার করা দুষ্কৃতিদের নাম হল মনজিতের বয়স ৩৩ বছর এবং অঙ্কিতের বয়স ২৪ বছর।
যদিও তারা দুজনই হরিয়ানা জেলার রোহতক এলাকার বাসিন্দা। গ্রেফতার করা দুষ্কৃতিদের আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে বলে জানা গেছে