সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ১৬,জানুয়ারি :: এদিন মুখ্যমন্ত্রী মাটিগাড়ায় প্রস্তাবিত ‘মহাকাল মহাতীর্থ’ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। শৈল শহর দার্জিলিঙেও রয়েছে মহাকাল মন্দির।তবে, মহাকাল মন্দিরটি দার্জিলিং পাহাড়ের অবস্থিত, এবং সকলেরই এটি পরিদর্শন করার সামর্থ্য নেই।
তাই, মুখ্যমন্ত্রী তরাই অঞ্চলে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছেন।এই মহাকাল মন্দিরের মূল বিষয় এবং পরিকল্পনা: আজ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।
তিনি মন্দির সম্পর্কে বলেন: মন্দিরটির নামকরণ করা হয়েছে ‘মহাকাল মহাতীর্থ’। এই মন্দিরের প্রধান আকর্ষণ হবে ২১৬ ফুট উচ্চতার একটি বিশাল শিব মূর্তি। এই মহাতীর্থে একসাথে প্রায় ১০০,০০০ মানুষ থাকতে পারবেন।
সময়সীমা: আগামী দুই থেকে আড়াই বছরের মধ্যে মন্দিরের নির্মাণ কাজ শেষ করার লক্ষ্য। জমি ও ব্যবস্থাপনা: শিলিগুড়ি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই মন্দিরের জন্য প্রয়োজনীয় জমি একটি ট্রাস্টের কাছে হস্তান্তর করা হয়েছে

