নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার,২জুলাই :: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে মঙ্গলবার কয়েক কোটি টাকার উন্নয়নমূলক কাজের শুভ সূচনা হয়ে গেল মালদায়।
মালদার চাঁচল বিধানসভা এলাকায় এদিন একাধিক উন্নয়নমূলক কাজের শুভ সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন চাঁচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, মালদা জেলাপরিষদের সভাধিপতি লিপিকা বর্মণ ঘোষ, সহকারি সভাধিপতি রফিকুল হোসেন, চাঁচল মহকুমা শাসক সৌভিক মুখার্জি সহ অন্যান্যরা।
জানা গেছে, এদিন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে চাঁচল বিধানসভা এলাকায় মোট ১৩ কোটি টাকা এবং মালতীপুর বিধানসভা এলাকায় মোট ১০ কোটি টাকার উন্নয়নমূলক কাজের সূচনা হয়।