উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের বরাদ্দ অর্থে রাস্তার কাজ নির্মাণ শুরু হল দৌলতপুর  গ্রাম পঞ্চায়েতে।

নিজস্ব সংবাদদাতা  :: সংবাদ প্রবাহ :: মালদহ   :: মঙ্গলবার ১৬,জানুয়ারী ::  উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের বরাদ্দ অর্থে রাস্তার কাজ নির্মাণ শুরু হল দৌলতপুর  গ্রাম পঞ্চায়েতে। এদিন এই গ্রাম পঞ্চায়েতের বেজপুরা এক্সটেন্ড হইতে সেমের হার্ট পর্যন্ত ৬৪০ মিটার পেভার ব্লকের মাধ্যমে রাস্তার কাজের শুভ সূচনা করেন রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক তজমুল হোসেন। এই রাস্তা নির্মাণ কাজে ব্যয় হবে ৭২ লক্ষ টাকা।

মন্ত্রী তাজমুল হোসেন ছাড়া এই শিলারনাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের সভাপতি তাবারক হুসেন, হরিশ্চন্দ্রপুর 1 (A) ব্লক সভাপতি মোশাররফ হোসেন, দুই নম্বর ব্লকের যুবনেতা মনিরুল আলম, মালদা জেলার জেলা পরিষদের সদস্য জরুদ্দিন বাবর, মালদা জেলা সাধারণ সম্পাদক মংলুদ্দীন,অঞ্চলের প্রধান এবং অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকরা।
রাস্তা সম্পূর্ণ নির্মাণ হলে প্রায় দশটি গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি হবে বলে জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন মুখ্যমন্ত্রী তৈরি করা উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের মাধ্যমে গ্রামেগঞ্জে এখন প্রচুর রাস্তা তৈরি হচ্ছে। আজকের এই রাস্তা ও উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের টাকায় তৈরি হচ্ছে। আগামীতে আরো বেশ কয়েকটি রাস্তায় এই এলাকায় তৈরি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × three =