সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ২০,ফেব্রুয়ারি :: উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল উত্তরবঙ্গের বুকে এক চিকিৎসা পরিষেবার প্রাণকেন্দ্র। প্রতিদিন প্রচুর রোগী এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন রোগের চিকিৎসা করাতে আসেন।এবার শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে সংলগ্ন মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে মা ক্যান্টিন চালু হলো।
৪,৫৮,০০০.০০ টাকা অর্থানুকূল্যে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এদিন মা ক্যান্টিনের সূচনা হয়। উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরো নিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ডিন সন্দীপ সেনগুপ্ত সহ অনেকেই।
এই ক্যান্টিনে প্রতিদিন দুপুরবেলায় মাত্র ৫ টাকায় ডিম, ডাল ও সবজি ভাতের ব্যবস্থা করা হবে । মেয়র গৌতম দেব সহ উপস্থিত অনেকেই এদিন মা ক্যান্টিন থেকে দুপুরের আহার সারেন। মা ক্যান্টিন চালু হবার কারণে এবার থেকে রোগীর পরিবার-পরিজনরা একেবারে ন্যূনতম মূল্যে দুপুরের আহার সারতে পারবেন।