ব্যুরো নিউজ :: সংবাদ প্রবাহ :: উত্তরাখন্ড (গাড়োয়াল) :: সোমবার ৪,নভেম্বর :: উত্তরাখণ্ডের পাহাড়ি পথে ভয়াবহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে খরস্রোতা নদীতে যাত্রীবোঝাই বাস । এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর মিলছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা উদ্ধারকারী দলের।
উত্তরাখণ্ডের পাহাড়ি পথে ভয়াবহ দুর্ঘটনা। আলমোড়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা খরস্রোতা নদীতে পড়ল যাত্রীবোঝাই বাস। জানা গিয়েছে, প্রায় ৪০ জন যাত্রী ছিলেন বাসটিতে। সূত্রের খবর, তাঁদের মধ্যে এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর মিলছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার খবর পেয়েই রাজ্যের বিপর্যয় মোকাবিলা দল পৌঁছয় সেখানে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ। সব রকম ভাবে উদ্ধারকাজে সহায়তার আশ্বাস দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
জানা গিয়েছে, ৪৫ জন আসন সম্পন্ন একটি যাত্রীবাহী বাস সোমবার সকালে গাড়োয়াল থেকে কুমায়ুনের পথে যাচ্ছিল। বাসে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। আলমোড়ার কাছে মারচুলায় বাসটি আচকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এর পর সোজা প্রায় ২০০ মিটার খাদের গভীরে গিয়ে পড়ে।