নিজস্ব সংবাদদাতা :: বসিরহাট :: মাটিয়া :: সংবাদ প্রবাহ :: বসিরহাটের মাটিয়া থানা। বেগমপুর এর ঘটনা। বছর ১৮ রাজিবুল মিস্ত্রি বেগমপুর বিবিপুর হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র ।গত আড়াই মাস আগে বিচারপতির ফেসবুক হ্যাক করে সেখানে উস্কানিমূলক হুমকি সহ একাধিক মন্তব্য লিখে প্রধান বিচারপতি বিপিন সাংভির ফেসবুকে পোস্ট করে। ঘটনা সূত্রপাত গত আড়াই মাস আগে, দ্বিতীয়বার চলতি মাসে পোস্টটি মাসের ১৮ জুলাই এরপর উত্তরাখণ্ড পুলিশ নড়ে চড়ে বসে, নৈনিতাল জেলার মল্লিথাল থানায়, অভিযোগ দায়ের করে উত্তরাখাঞ্চ পুলিশ। তারপরে তার মোবাইল ফোন লোকেশন ট্র্যাক করে জানা যায় রাজীবুলের বাড়ি পশ্চিমবাংলার উত্তর চব্বিশ পরগনা মাটিয়া থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে আজ বুধবার সকাল বেলায় দ্বাদশ শ্রেণীর ছাত্র রাজিবুল কে গ্রেপ্তার করেন সাব ইন্সপেক্টর দীপক বিষ্ট এর নেতৃত্বে একদল উত্তরাখণ্ড পুলিশ প্রতিনিধি দল তার বাড়ি থেকে গ্রেফতার করে।
ধৃতকে ট্রানজিট রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করা হয়েছে বসিরহাট মহকুমা আদালতের কাছে। আজ রাজিবুল কে বসিরহাট মহকুমা আদালতে তোলা হচ্ছে। রাজিবুলের পরিবারের দাবি এই ফেসবুক হ্যাক করা হয়েছে অসৎ উদ্দেশ্যে নয়। সে বুঝতে পারিনি এই ঘটনা ঘটিয়েছে সম্পূর্ণ নির্দোষ এবং ইস্কুলে পড়াশোনা করছে। কোন ষড়যন্ত্র শিকার হয়েছে। জিতু ছাত্রের মা রোকেয়া বিবি জানান গত তিন মাস আগে সন্দেশকালীর জেলেখালি থেকে সিম কার্ডটি নিয়েছিল ওর বাবা ব্যবহার করত বাবা এখন অসুস্থ ছেলে এই সিম কার্ড ব্যবহার করে মোবাইলের কোন সুইচ চাপতে ফেসবুকে চলে গেছে, ও স্কুলে পড়াশোনা করছে ওই বিষয়ে কিছু জানে না ওর কোন অস ৎ উদ্দেশ্য ছিল না। আমার ছেলে নির্দোষ দ্রুত মুক্তির দাবি জানিয়েছে বিচারকের কাছে।