নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: শুক্রবার ২৪,নভেম্বর :: উত্তরাখণ্ডে উত্তর কাশি কাজ করতে গিয়ে এখনও আটকে রয়েছেন তুফানগঞ্জ মহকুমার নাটাবাড়ী বিধানসভার অন্তর্গত বলরামপুর ১ নং অঞ্চলের চেকাডেরার বাসিন্দা মানিক তালুকদার। ইতিমধ্যে উত্তরাখণ্ডের উত্তর কাশি তে পৌছে গিয়েছেন মানিক তালুকদারের পরিবারের সদস্যরা।
