নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক :: শনিবার ২৩,আগস্ট :: উত্তরাখণ্ডে আবারও মেঘ ভাঙ্গা বৃষ্টির ঘটনা ঘটেছে। শনিবার ভোররাত থেকে টানা বৃষ্টিপাতে পাহাড়ি এলাকায় জলস্তর হঠাৎ বেড়ে যায়। কয়েকটি নদী-নালা উপচে পড়ায় ভূমিধস ও রাস্তা বন্ধ হয়ে যায়।রাজ্যের দুর্যোগ মোকাবিলা দফতর জানিয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রুদ্রপ্রয়াগ, উত্তরকাশী ও পিথোরাগড় জেলা। বহু গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে, কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু এলাকায় গৃহপালিত পশুও ভেসে যাওয়ার খবর মিলেছে।
এখনও পর্যন্ত কোনো বড় প্রাণহানির খবর মেলেনি, তবে প্রশাসন জানিয়েছে, দুর্গম গ্রামগুলিতে উদ্ধারকাজ চালানো হচ্ছে। সেনা ও এনডিআরএফ দল ঘটনাস্থলে পৌঁছেছে। আবহাওয়া দফতর সতর্ক করেছে, আগামী ২৪ ঘণ্টা পাহাড়ি জেলাগুলিতে আরও ভারী বৃষ্টি হতে পারে।