উত্তরাখণ্ড বেড়াতে গিয়ে প্রাকৃতিক বিপর্যয় আটকা পড়েছেন পূর্ব বর্ধমানের মেমারির তিন বাসিন্দা

উদয় ঘোষ :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: উত্তরাখণ্ড বেড়াতে গিয়ে প্রাকৃতিক বিপর্যয় আটকা পড়েছেন এ রাজ্যের বহুপর্যটক। আটকে পড়া পর্যটকদের মধ্যে পূর্ব বর্ধমানের মেমারির তিন জন বাসিন্দা আছেন। বর্ধমানের বাণীপীঠ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সঞ্জয় অধিকারী আছেন। মেমারি থানার পারিজাতনগরে বাড়ি। অপর দু’জন হলেন সন্দীপ বৈরাগ্য, মেমারী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের এলআইসি অফিস পাড়ায় বাড়ি ও কমলেশ ঝা ৪ নম্বর ওয়ার্ডের শ্রীদুর্গা পল্লী এলাকার বাসিন্দা।

এই মুহূর্তে তিনজন পর্যটক উত্তরাখণ্ডের পিথারাগড় জেলার দার্মাভ্যালির দন্তু গ্রামে সেনাবাহিনীর বেস ক্যাম্পে আটকে রয়েছেন। প্রাকৃতিক বিপর্যয় ধসে পড়েছে রাস্তা। বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থাও। ব্যাহত হচ্ছে মোবাইল পরিষেবা। সঙ্গে পাল্লা দিয়ে কমছে তাপমাত্রা।এতে অসুস্থ হয়ে পড়ছেন পর্যটকেরা, অবিলম্বে চাইছেন প্রশাসনিক সহায়তায় যাতে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়। একইসঙ্গে চিন্তিত এই সকল পরিবারের সদস্যরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × five =