সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ২৩,মার্চ :: উত্তরের দিশারী দীর্ঘ সময় ধরে বিভিন্ন রকম সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছে। বছরের বিভিন্ন সময় বিভিন্ন স্থানে তারা পথ চলতি মানুষদের জন্য আহারের ব্যবস্থা করে থাকেন। এদিনও সেই চিত্র ধরা পরল।
এদিন দুপুর থেকে পথ চলতি মানুষদের জন্য আহারের ব্যবস্থা করা হয় হসপিটাল মোড় সংলগ্ন এলাকায়। মেনুতে ছিল দুই রকমের তরকারি ও ভাত। এছাড়া পানীয় জলের ব্যবস্থা করা হয় পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয় যথেষ্ট সচেতন ছিলেন তারা। প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়ে আহার গ্রহণ করেন। অনেকেই এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন।