সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ২৪,নভেম্বর :: উত্তরে শীতের আমেজ, ইতিমধ্যেই উত্তরে বইছে মনোরম আবহাওয়া। শিলিগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। অপরদিকে শৈলশহর দার্জিলিংয়ের ওয়েদার দুর্দান্ত, ১০ থেকে ১১ ডিগ্রীর মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে। দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার। অপরদিকে আরেক পাহাড়ি শহর কালিম্পং এর আবহাওয়া দুর্দান্ত। ১৩ থেকে ১৪ ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে।

সব মিলিয়ে গোটা উত্তরবঙ্গের আবহাওয়া দুর্দান্ত, পাহাড় থেকে সমতল সব জায়গায় শীতের আমেজ। পাহাড়ে বেড়েছে পর্যটকদের আনাগোনা, দার্জিলিঙে গিয়ে পর্যটকরা কাঞ্চনজঙ্ঘার দর্শন করতে পারছেন। কাঞ্চনজঙ্ঘা কে দেখতে পেয়ে পর্যটকদের মধ্যে খুশির হাওয়া। অপরদিকে পর্যটকদের আগমনে পর্যটন ব্যবসায়ীরা রীতিমতো খুশি বাড়ছে পর্যটন ব্যবসা।