উত্তরের ভাওয়াইয়া গানের কণ্ঠশিল্পী মনীন্দ্র বর্মনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, বিজেপি নেতৃত্বের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: রবিবার ৩,আগস্ট :: উত্তরবঙ্গের মাটি থেকে উঠে আসা লোকসংস্কৃতির প্রাণভোমরা ভাওয়াইয়া সঙ্গীত। সেই সুর-তাল-ছন্দে মুগ্ধ করেছে যাঁরা, তাঁদেরই অন্যতম নাম মনীন্দ্র বর্মন।

রবিবার মাথাভাঙ্গা ৩ নম্বর মন্ডলের পক্ষ থেকে এই বর্ষীয়ান শিল্পীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং বিশেষ সম্মাননা জ্ঞাপনের উদ্যোগ নেন বিজেপি কর্মী-সমর্থকরা।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা ৩ নম্বর মন্ডলের প্রাক্তন সভাপতি উত্তম শীল, বর্তমান কার্যকরী সদস্য বুদ্ধদেব দে, কোচবিহার জেলা মহিলা মোর্চার সহ-সম্পাদক পূজা দাস সহ অন্যান্য নেতৃত্বরা।

তাঁরা সকলেই মনীন্দ্র বর্মনের দীর্ঘদিনের সঙ্গীত সাধনার ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর হাতে স্মারক ও উত্তরীয় তুলে দিয়ে সম্মান জানানো হয়।

নেতৃত্বরা বলেন, “মনীন্দ্রবাবুর মতো শিল্পীরা উত্তরবঙ্গের সংস্কৃতিকে সারা দেশে পরিচিত করেছেন। আমাদের দায়িত্ব সেই সংস্কৃতিকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া।” দলীয় স্তরে ভাওয়াইয়া ও লোকসংস্কৃতিকে কেন্দ্র করে বিশেষ কর্মসূচি গ্রহণের পরিকল্পনাও এদিন ঘোষণা করা হয়।

মনীন্দ্র বর্মন তাঁর অনুভূতি জানিয়ে বলেন, “ভাওয়াইয়া গান আমার শ্বাস-প্রশ্বাস। এমন দিনে এমন মানুষদের পাশে পেয়ে আমি অভিভূত।”

পরে উপস্থিত বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে খোলামেলা আলোচনায় অংশ নেন মনীন্দ্রবাবু। আগামী দিনে তাঁর সুরের মাধুর্য আরও বিস্তার লাভ করুক, এই আশাই করেছেন সকলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =