সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি : শনিবার ১১,অক্টোবর :: ধর্ম যার যার বড়মা সবার, উত্তরের বড়মা পুজোর তৃতীয় বর্ষ পদার্পণ করতে চলেছে। বড়মা পুজোকে ঘিরে চলছে, জোরদার প্রস্তুতি। শিলিগুড়ির মহামায়া স্পোর্টিং ক্লাবের এবার বড়মা পুজোর তৃতীয় বর্ষ।
উদ্যোক্তারা জানিয়েছেন চলছে জোরদার প্রস্তুতি, ইতিমধ্যেই মূর্তি তৈরীর কাজ প্রায় সমাপ্ত। খুব শীঘ্রই বড়মার মূর্তিতে রং করা হবে। প্যান্ডেলের তৈরির কাজও চলছে ধুমধাম করে। সব মিলিয়ে বড় মার পূজোকে ঘিরে সাজো সাজো রব।উদ্যোক্তারা আরো জানিয়েছেন নৈহাটির বড়মা পুজোর আদলে তাদের পুজো অনুষ্ঠিত হয়। এবছর বড়মা পূজোর তৃতীয় বর্ষপূর্তি। প্রথম দুবছর দারুণ সাড়া পেয়েছেন, আশা রাখছেন এ বছরও গোটা উত্তরবঙ্গ জুড়ে সাড়া মিলবে।
প্রসঙ্গত বিগত দু’বছর শুধু শিলিগুড়ি শহর নয় শিলিগুড়ি শহরের আশেপাশের এলাকাসহ গোটা উত্তরবঙ্গ থেকে প্রচুর ভক্তরা এসেছিলেন মহামায়া স্পোর্টিং ক্লাবের বড় মা পূজোর দর্শন করতে। গোটা উত্তরবঙ্গ জুড়ে এই পুজোর নাম ছড়িয়ে রয়েছে।