নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ১৯,ডিসেম্বর :: ডিসেম্বরে শুরুতেই শীত যেভাবে ঝড়ো ব্যাটিং শুরু করেছিল, ডিসেম্বরের মধ্যে কখন বাংলার পৌষ মাস পড়ে গিয়েছে কিন্তু শীতের রেশ অনেকটাই ফিকে উত্তরবঙ্গে। শিলিগুড়িসহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় দিনের বেলায় রোদের যথেষ্ট তেজ, ঠান্ডা উধাও।
সকালে ও রাতের দিকে কিছুটা ঠান্ডা অনুভব হচ্ছে কিন্তু দিনের বেলা সূর্যের রোদের প্রকোপ বেশি। ঠান্ডা কেমন যেন মলিন হয়ে গেছে। পাশাপাশি দক্ষিণবঙ্গে কিন্তু ব্যাপক ঠান্ডা পড়ছে। আসলে উত্তরবঙ্গে শীত অনেকটা পশ্চিমী ঝঞ্ঝার উপর নির্ভর করে। পশ্চিমী ঝঞ্ঝা জোরালো না হলে উত্তরের শীতের দাপট অনুভূত হয় না।
সকালে মেঘমুক্ত আকাশ থাকবার জন্য রোদের দাপট বেড়েছে। সিকিম আবহাওয়া দপ্তরের অধিকর্তা গোপীনাথ রাহা জানিয়েছেন , আগামী শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে উত্তরবঙ্গে দিনের বেলায় পুনরায় শীতের আমেজ পাওয়া যাবে।
শীতের শুরুতেই শিলিগুড়ির ভুটিয়া মার্কেটে গরম জামা কাপড়ের মার্কেট যথেষ্ট জনপ্রিয়। শীতের শুরুতেই বসে যায় মার্কেট এ বছরও বসেছে। তবে গত কিছুদিন সেই ভাবে ঠান্ডা অনুভব হচ্ছে না
এই প্রসঙ্গে একজন ব্যবসায়ী জানিয়েছেন যে কিছুদিন ধরে ঠান্ডা অনুভব হচ্ছে না দিনের বেলায়, রোদ উঠছে সেই জন্য গরম জামাকাপড় বিক্রি হচ্ছে না সেই ভাবে তবে আশা রাখছেন যে আগামীতে ঠান্ডা পড়বে ও গরম পোশাক বিক্রি হবে।