উত্তর কাশিতে সরকারি ভাবে উদ্ধার তিন শতাধিক মানুষ – এখনও নিখোঁজ বহু

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক :: শনিবার ৯,আগস্ট :: ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে চলছে জোরদার উদ্ধার অভিযান। বৃহস্পতিবার বিপর্যয়ের তৃতীয় দিন পর্যন্ত ২৭৪ জন তীর্থযাত্রী সহ তিন শতাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে।

উত্তরকাশীর জেলাশাসক প্রশান্ত আর্য জানিয়েছেন, এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর মিলেছে। কিন্তু হড়পা বানে ঠিক কতজন ভেসে গিয়েছেন, সেই সংখ্যা এখনও অজানা।

মহারাষ্ট্রের জলগাঁও থেকে ১৯ জনের একটি দল উত্তরকাশী গিয়েছিল। তাদের মধ্যে মাত্র তিনজনের খোঁজ মিলেছে। বাকি ১৬ জন নিখোঁজ। ধারালির অদূরে হর্ষিলের সেনা ছাউনির ১১ জন এখনও নিখোঁজ।

কৃত্রিম উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্য এবং ছবি বিশ্লেষণ করে বিশেষজ্ঞদের অনুমান, মেঘভাঙা বৃষ্টি পরবর্তী হড়পা বানে ক্ষীরগঙ্গা নদী বেয়ে প্রায় ৩৬ কোটি ঘনমিটার আয়তনের কাদামাটি ও পাথরের স্তূপ নেমে এসেছিল ধারালির ওপর। মঙ্গলবার দুপুরে এই বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ প্রবল বেগে ওপর থেকে নেমে আসে। মুহূর্তে খড়কুটোর মতো ভেসে যায় গোটা গ্রাম।

রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী নিজে উত্তরকাশীতে ক্যাম্প অফিস খুলে পরিস্থিতির ওপর নজরদারি করছেন। উদ্ধার ও ত্রাণ নিয়ে তিনি আইটিবিপি ও এনডিআরএফের কর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন। একইসঙ্গে সরেজমিনে পরিদর্শন করেন বন্যাবিধ্বস্ত ধারালি এলাকা।

মুখ্যমন্ত্রী আশ্বস্ত করে জানিয়েছেন, যতদিন না প্রত্যেক মানুষকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে, ততদিন উদ্ধার ও ত্রাণের কাজ চলতেই থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =