নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হিঙ্গলগঞ্জ :: বুধবার ২৬,মার্চ :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ,গোবিন্দ কাটি ,কালিতলা গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম পায়ে হেঁটে প্রশাসক উত্তর ২৪ পরগনা জেলাশাসক শরৎকুমার দ্বিবেদী, বসিরহাট মহাকুমার শাসক আশীষ কুমার হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলী, হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি শহিদুল্লাহ গাজীসহ একাধিক প্রশাসনিক কর্তারা ঘরে ঘরে পৌঁছে গেলেন ।
কালিতলা গ্রাম পঞ্চায়েতের চার নম্বর শামশেরনগর কুকুরে খালি জঙ্গলের পাশে বনবিবি মন্দির পরিদর্শন করেন সেখানে কথা বলেন সব রকম ভাবে সরকারি প্রকল্প থেকে কেউ বঞ্চিত হচ্ছে কিনা সেগুলো সরজমিনের খতিয়ে দেখেন। উপভোক্তাদের সঙ্গে কথা বলে তাদের সুবিধা ও অসুবিধা লিপিবদ্ধ করেন।
যাতে সরকারি যেসব প্রকল্প রয়েছে সেগুলো সাধারণ উপভোক্তারা বঞ্চিত হচ্ছেন কিনা সরে জমিনের খতিয়ে দেখেন। যোগেশগঞ্জ হাসপাতাল পরিদর্শন করেন পাশাপাশি গোবিন্দ কাটি গ্রাম পঞ্চায়েতে যান
অন্যদিকে যেসব রেশন ডিলার দোকান আছে তাদের সাথে কথা বলেন এছাড়াও বেশ কিছু জায়গায় পানীয় জলের সমস্যা আছে সেগুলো পরিদর্শন করে।
এছাড়া একাধিক মহিলা স্বনির্ভর গোষ্ঠীদের সঙ্গে কথা বলেন। সব মিলিয়ে আজকের এই উত্তর চব্বিশ পরগনা জেলা শাসকের সুন্দরবনের সারপ্রাইজ ভিজিট অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছেন প্রশাসনিক কর্তারা।