নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রায়গঞ্জ :: রবিবার ১১,জানুয়ারি :: উত্তর দিনাজপুরের রায়গঞ্জে জাতীয় কংগ্রেসের কর্মী সভায় তৃণমূল কংগ্রেস ছেড়ে দলে দলে যোগ দিলেন কংগ্রেসে তৃণমূল কর্মীরা।
এদিন এই কর্মী সভায় উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত অবজারভার তথা জম্মু-কাশ্মীরের বিধানসভার কংগ্রেস পরিষদীয় দলনেতা গোলাম আহমেদ মীর,
উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, পশ্চিমবঙ্গ রাজ্য মহিলা কংগ্রেস নেত্রী লম্বা প্রসাদ, জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আলী ইমরান রামজ ওরফে ভিক্টর, ইটাহারের প্রাক্তন বিধায়ক অমল আচার্য প্রমুখ বিশিষ্ট নেতৃত্বরা।
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই সমাবেশ কংগ্রেস কর্মীদের মনোবল বাড়াতে এবং আসন্ন ভোট যুদ্ধের প্রস্তুতিতে কংগ্রেস শিবির শক্তিশালী করতেই উদ্যোগ বলে জানালেন নেতৃত্বরা।

