নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গোয়ালপোখর :: মঙ্গলবার ২৪,ডিসেম্বর :: ভারতের সংবিধান রচিয়তা ডঃ বি আর আম্বেদকর কে নিয়ে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আপত্তিকর মন্তব্য করায় ক্ষোভে ফেটে পড়লেন রাজ্য তৃণমূল কংগ্রেস। সেজন্য উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর বিধানসভায় একটি ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয়।
এই ধিক্কার মিছিলটি গোয়ালপোখর ব্লক থেকে শুরু হয় এবং কয়েক কিলোমিটার পথ অতিক্রম করে আবার গোয়ালপোখর ব্লকে এসে মিছিলটি শেষ হয়।এই মিছিলের একমাত্র উদ্দেশ্য হল কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীকে ড: বি আর আম্বেদকর কে নিয়ে আপত্তিকর মন্তব্য জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে অন্যথায় তাকে স্বরাষ্ট্রমন্ত্রী পদ থেকে অপসারণ করতে হবে।
এদিনকার ধিক্কার মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপোখর বিধানসভার বিধায়ক গোলাম রব্বানী, ব্লক সভাপতি আহমেদ রেজা, মহিলা ব্লক সভাপতি সাবিনা ইয়াসমিন-সহ এলাকার কয়েক হাজার তৃণমূলের কর্মী সমর্থকরা।