নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রায়গঞ্জ :: শুক্রবার ০২,জানুয়ারী :: উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূলের সহ-সভাপতি নব্যেন্দু ঘোষ খুন হয়ে গেলেন বাড়ির কাছেই একটি পিকনিক স্পটে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের মোহনবাটী বাজারের কাছে পুরনো সিপিআই পার্টি অফিসের পাশে।
গুলিবিদ্ধ সঙ্গাহীন অবস্থায় নব্যেন্দুকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ অত্যন্ত দ্রুততার সঙ্গে সিসিটিভির ফুটেজ খতিয়ে রায়গঞ্জের রমেন্দ্র পল্লী থেকে দুই যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম শুভম পাল ওরফে ছোট্টু এবং পিন্টু সাহা। কেন খুন, কিভাবে খুন এখনো তা পরিষ্কার নয় পুলিশের কাছে ।

