নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভূম :: মঙ্গলবার ২৮,অক্টোবর :: উত্তরপ্রদেশের কানপুরে বাংলার অর্থাৎ বীরভূমের কসবা অঞ্চলের দামোদর পুরে এক আদিবাসী পরিযায়ী শ্রমিককে নৃশংসভাবে খুন করা হয়েছে বলে পরিবারের পক্ষে অভিযোগ।
ওই পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে মাননীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সাংসদ সামিরুল ইসলাম, বিধায়ক দুলাল মুর্মু,রবি মুর্মূ -সহ দলীয় নেতৃত্ব বীরভূমের দামোদরপুরে নিহতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং তাঁদের পাশে থাকার সম্পূর্ণ আশ্বাস দিলেন।
এই ঘটনার ন্যায়বিচারের দাবিতে তৃণমূল সরকার লড়বে। বিজেপি-শাসিত রাজ্য গুলোতে বাঙালিদের উপর বারবার আক্রমণ এই ঘটনায় আবার পুনরায় প্রমাণ করলো।

