নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: শুক্রবার ১১,জুলাই :: উত্তর বড় হলদিবাড়ির কাশিয়াবাড়ি VNC মাঠ চত্বরে বৃক্ষ রোপনের উদ্যোগ নিল চাকরী প্রার্থীরা।
সেনা ও পুলিশে চাকরির জন্য যারা নিয়মিত ওই মাঠে প্র্যাকটিস করে ও যারা শরীর চর্চা করে তাদের সকলের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে ওই মাঠের চারিদিকে বৃক্ষরোপনের কর্মসূচি নেওয়া হয়। শুধুমাত্র বৃক্ষ রোপণই না। বৃক্ষরোপণ করার পর বাঁশ দিয়ে চারিদিকে ঘিরে দেওয়া হয়।
চাকরি প্রার্থীরা জানান মাঠের চারিদিকে তেমন গাছ নেই,গাছগুলি বড় হলে ছায়া হবে। সেই কারণে এমন উদ্যোগ নেওয়া হয়। তাদের এমন উদ্যোগে খুশি এলাকাবাসীরা।