নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: শুক্রবার উত্তর সিকিমের জেমা এলাকায় খাদে গাড়ি উলটে মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনায় তিন জন জুনিয়র কমিশন অফিসার সহ ১৬ জন ভারতীয় জওয়ানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঁদের মধ্যে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার বাঁকাদহ গ্রাম পঞ্চায়েতের ভালুকা গ্রামের গোপীনাথ মাকুড় নামে এক সেনাকর্মী রয়েছেন। ভালুকা গ্রামের বাড়িতে এই দুঃসংবাদ আসার পর থেকেই শোকস্তব্ধ পুরো এলাকা।
বিশেষ সূত্রে খবর, ঐ দিন ২০ জন সেনা জওয়ানকে নিয়ে তিনটি ট্রাকের একটি আর্মি কনভয় উত্তর সিকিমের চাটেন থেকে থাংগু পর্যন্ত যাচ্ছিল। খারাপ আবহাওয়ার কারণে আর্মি কনভয়ের মাঝের একটি ট্রাক রাস্তায় বাঁক নেওয়ার সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে খাড়া ঢালে ধাক্কা খেয়ে সোজা খাদে ছিটকে গিয়ে পড়ে।
‘দূর্ঘটনাগ্রস্ত’ ঐ আর্মি ট্রাকে থাকা ১৬ জন সেনা জওয়ানের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আরও চারজন গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শেষ পাওয়া খবর পর্যন্ত, শনিবার সেনা জওয়ান গোপীনাথ মাকুড়ের দেহ ভালুকা গ্রামের বাড়িতে আসবে। এখন শেষবারের মতো তাঁকে চোখের দেখা দেখতে অপেক্ষায় রয়েছেন সকলে।