রাজা ভঞ্জ চৌধুরী :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: শনিবার ১২,অক্টোবর :: নিয়ম তিথি মেনে টাকিির ইছামতি নদীতে জমিদার বাড়ি প্রতিমা নিরঞ্জন।হিন্দু শাস্ত্র মতে আজ বিজয় দশমী সেই উপচার মেনে। উত্তর ২৪ পরগনার টাকির পুবের বাড়ি বিসর্জন প্রথম শুরু হবে তারপর এই জমিদার বাড়ির একে একে ঘোষ বাড়ি,মুখার্জি বাড়ি, ব্যানার্জি বাড়ি সহ একাধিক জমিদার বাড়ির প্রতিমা বিসর্জন হবে ।
এই বাড়ির সদস্য শর্মিষ্ঠা ঘোষ জানান আমাদের পুরোটাই নিয়ম মেনে উমাকে আবার বাপের বাড়ি পাঠানো হয় বিশেষ করে কচু শাক পান্তা ভাত মা যাওয়ার আগে খেয়ে যাবেন তারপরে কৈলাসে পাড়ি দিল। বাকি কচু শাক পান্তা ভাত চব্বিশ বেয়ারা খাবে।তারপর বাসিন্দাদের হাতে সেই খাবার তুলে দেয়া হবে।
সাড়ে পাঁচটা নাগাদ মঙ্গল যাত্রা হয়।তারপর দালান থেকে প্রতিমা বের করা হয় তাকে বরণ করার পর সিদুর খেলার মধ্য দিয়ে ২৪ বেহারা কাঁধে চড়ে বেড়ায় দু কিলোমিটার মা তারপর ঘোষ বাবুর ঘাটে গিয়ে মাকে বিসর্জন দেয়া হয় তারপর একে একে মিষ্টি মুখের মধ্য দিয়ে বিজয়া দশমী শুরু হয়।